Jatrabari Ideal School & College

EIIN. No-107877, School Code-1092, College Code-1232, Thana Code-121, District Code-10
Mujib 100
50-min
Latest News
Total Visitors
N/A
WhatsApp Image 2022-09-28 at 9.39.06 PM
image-edit
image-4
image-5
WhatsApp Image 2022-09-28 at 9.38.59 PM
image-edit-3
image-edit-2
previous arrow
next arrow

Welcome Speech

মরিয়ম বেগম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

একটি সভ্য জাতি বিনির্মানে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার রস ও মার্ধুয নিয়ে প্রতিটি মানুষ যখন নিজেকে সঠিক কাজে উৎর্সগ করে তখন জাতির কল্যাণ নিশ্চিত হয়। আবার শিক্ষালাভের মধ্য দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সে সত্য আবিষ্কার করেতে সক্ষম হয়।

অত্র বিদ্যালয় টি শুরু থেকেই শিক্ষার গুনগত মানকে সমুন্নত করে আসছে। দক্ষ গভর্নিংবডির প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিজ্ঞ, সৃজনশীল, উদ্যমী ও ত্যাগী শিক্ষক-শিক্ষিকার পরিচর্যায় তৈরি হচ্ছে অসীম জ্ঞানের এক নিকুঞ্জ। আর তা থেকে বেড়িয়ে আসছে এক আত্মবিশ্বাসী জাতি। ভর্তি প্রক্রিয়া, ফলাফল তৈরী ও প্রকাশ, বিশেষ করে শ্রেণী কক্ষে পাঠদানে রয়েছে অত্যাধুনিক ও ডিজিটাল পদ্ধতি।

আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট টি সকল শিক্ষার্থী, অভিভাবক ও সাধারন মানুষের জন্য রয়েছে উন্মুক্ত। মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা সহ কারিগরি শাখা চালু আছে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিদ্যমান। প্রভাতি শাখায় বালিকা ও দিবা শাখায় বালক শিক্ষার্থী পড়াশুনা করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ঐতিহ্যবাহী এই স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলের সুন্দর জীবন কামনা করছি।

IMPORTANT LINKS

HISTORY OF THE SCHOOL

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস স্ট্যান্ট সংলগ্নে অবস্থিত। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যায়ন করে থাকে। প্রতিষ্ঠানটিতে প্রভাতী(বালিকা) ও দিবা(বালক) দুই শিফ্ট-এ শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। এখানে সুযোগ্য পরিচালনা পরিষদ বিদ্যালয় পরিচালনা করেন। সুদক্ষ অধ্যক্ষ তাঁর নিয়ন্ত্রনাধীন অভিগ্য শিক্ষক মন্ডলির মাধ্যমে শিক্ষার্থীদের সিলেবাস সম্পাদন করে থাকেন। চলমান কোভিড-19 এর কারনে শিক্ষার্থীদের ভবিষৎ এর কথা চিন্তা করে সকল ক্লাসের অনলাইন শ্রেনি কার্যক্রম চলমান। প্রতিষ্ঠানটিতে 200 জন শিক্ষক-কর্মচারী রয়েছে। 

AT A GLANCE OF SCHOOL

সকাল ১০টা থেকে - বিকাল ৪ টা পর্যন্ত